Total Pageviews

General Knowledge in Bengali Part-01




সাধারণ জ্ঞান

* প্রথম সম্পূর্ণ বাংলা অক্ষরের নকশা প্রস্তুত করেন কে?
-চার্লস উইলকিনস
* প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা কে?
-বিবি তাহেরন নেছা
* বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন কে?
-ওয়ারেন হেস্টিংস
* ইতিহাস খ্যাত দুর্ভিক্ষছিয়াত্তরের মন্বন্তরহয়েছিলো ইংরেজি কত সালে?
-১৭৭০ সালে
* মুহম্মদ শহীদুল্লাহ্‌-এর উপাধি কী?
-ভাষাবিজ্ঞানী
* ফররুখ আহমেদ এর উপাধি কী?
-মুসলিম রেঁনেসার কবি
* “যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন” -কার উক্তি?
-এডলফ হিটলার
* “কাপুরুষেরা মরার আগে বহুবার মারা যায়, সাহসীরা একবার মৃত্যুবরণ করেন” -উক্তটি কার?
-শেক্সপিয়র
* মহাকবি ফেরদৌসীর বিখ্যাত গ্রন্থের নাম কী?
-শাহনামা 
* বর্তমানে দেশে চালুকৃত পাবলিক বিশ্ব বিদ্যালয় কয়টি?
-২৭টি
* ঢাকা তথা বাংলাদেশের প্রথম সরকারী স্কুলের নাম কী?
-ঢাকা কলেজিয়েট স্কুল
* কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলে?
-লৌহ
* কোনটির অভাবে দেহের ওজন কমতে থাকে?
-প্রোটিনের অভাব
* “বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউটকোথায় অবস্থিত?
-ঢাকার সাভারে
* বাংলাদেশে আগত অতিথি পাখির বেশির ভাগই আসে কোথা থেকে?
-সাইবেরিয়া থেকে
* বিশ্বের কোন নদী দিয়ে সবচেয়ে বেশী পানি প্রবাহিত হয়?
-আমাজান
* টাইগ্রিস- ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কী?
-দজলা ফোরাত
* শীতে শরীর কাঁপে কেন?
-শরীরের তাপের চেয়ে বাইরের তাপ কম বলে
* চাকমাদের বর্ষ বরণ অনুষ্ঠানকে কি বলা হয়?
-বিঝু
* “রাখাইনউপজাতিরা কোন এলাকায় বাস করে?
-পটুয়াখালী
* পাকিস্তানের সর্বপ্রথম মহিলা স্পিকারের নাম কী?
-ফাহমিদা মির্জা (১৯ মার্চ০৮ শপথ নেন)
* পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
- ইন্দোনেশিয়া।
* বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
- চীন (১৩টি দেশের সাথে)
* পৃথিবীর বৃহত্তর মহাসাগরের নাম কী?
- প্রশান্ত মহাসাগর (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কি* মি*)
* নোবেল বিজয়ী মাদার তেরেসার জনম কোথায়?
-যুগোশ্লোভিয়া (আলবেনিয়া)
* বিশ্বের স্বীকৃত দ্বিতীয় ভাষা কোনটি?
- ফ্রেঞ্চ।
* ইলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত?
- ৫৬৫ কি* মি*
* ‘বোনি ব্ল্যাককী?
- বিশ্বের প্রথম ডাকটিকেট। যা ১৮৪০ সালে ব্রিটেনে চালু হয়।
* কোন দেশের পার্লামেন্টে মহিলাদের সংরক্ষিত আসন সংখ্যা সবচেয়ে বেশি?
- সুইডেনে (৪২*%)
* সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় কোন দেশে?
-ডেনমার্ক (১২২৮ সালে)
* পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতিপিগমীআফ্রিকার কোন দেশে বাস করে?
-কঙ্গো।
* কোন্দেশের নারীরা প্রথম ভোটাধিকার পায়?
-নিউজিল্যাণ্ড (১৮৯৩ সালে)
* মধ্যপ্রাচ্যের কোন্দেশের কোন সংবিধান বা পার্লামেন্ট নেই?
- সৌদি আরবের।
* একশিশু নীতি গ্রহণ করেছে কোন দেশ?
- চীন।
* চাঁদ থেকে পৃথিবীর কোন বস্তুটি দেখা যায়?
- চীনেরগ্রেটওয়ালবা প্রাচীর।
* বর্তমান বিশ্বের দুই ইকোনমিক সুপার পাওয়ার দেশ কোনগুলো?
- যুক্তরাষ্ট্র জাপান।
* ‘কুরআনশব্দটি পবিত্র কুরআনে কতবার উল্লেখিত হয়েছে?
- ৬১ বার।
* বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?
-মদীনা সনদ।
* ইংরেজিতে প্রথম কুরআন শরীফ অনুবাদ করেন কে?
- * তালিম আবু নাসের (যুক্তরাষ্ট্র)

* মধ্যযুগের প্রথম কাব্য-
-শ্রীকৃষ্ণকীর্তন
* বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন_
-বিদ্যাপতি
* বাংলাভাষার মূল ভাষাগোষ্ঠী_
-ইন্দো ইউরোপীয়
* চর্যাপদের সিদ্ধাচার্য বা পদকর্তার সংখ্যা_
-২৪ জন
* চর্যাপদের প্রথম পদটির রচয়িতা_
-লুইপা এবং বাঙালি রচয়িতা শবরপা
* সর্বপ্রথম সাধুভাষার প্রয়োগ করেন-
-রাজা রামমোহন রায় বেদান্ত গ্রন্থে (১৮১৫)
* লাইলী মজনু কাব্যটির মূল রচয়িতা_
-ফারসি কবি জামির
* বাংলাভাষার প্রথম মুসলিম কবি_
-শাহ মুহম্মদ সগীর
* কবর নাটকের রচয়িতা_
-মুনীর চৌধুরী
* 'ব্যাকরণ মঞ্জরী' রচয়িতা_
-* মুহম্মদ এনামুল হক
* 'সাজাহান' নাটকের প্রথম রচয়িতা_
-দ্বিজেন্দ্রলাল রায়
* মহাভারতের বাংলা অনুবাদক_
-কাশীরাম দাস
* রহমত চরিত্র যে গল্পের_
-কাবুলীওয়ালা
* রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক_
-শরrচন্দ্র চট্টোপাধ্যায়
* মধুসূদন দত্তের 'মেঘনাদবধ' কাব্যের কাহিনীর r_
-রামায়ণ
* আবু ইসহাক রচিত 'সূর্যদীর্ঘল বাড়ি' –
-একটি উপন্যাস
* 'রাশিয়ার চিঠি' রবীন্দ্রনাথের যে ধরনের রচনা_
-ভ্রমণকাহিনী
* সমরেশ বসুর ছদ্মনাম_
-কালকুট
* 'আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে' পঙ্ক্তিটি-
-কুসুম কুমারী দাশের

2 comments:

Anonymous said...

howdy sevendream-ovimani.blogspot.com admin discovered your site via search engine but it was hard to find and I see you could have more visitors because there are not so many comments yet. I have found website which offer to dramatically increase traffic to your blog http://xrumerservice.org they claim they managed to get close to 1000 visitors/day using their services you could also get lot more targeted traffic from search engines as you have now. I used their services and got significantly more visitors to my website. Hope this helps :) They offer alexa backlink seo resources backlink service anchor text backlinks Take care. Jay

Anonymous said...

Замена замка металических сейфов в центре возле метро Мещанский круглосуточно.Дипломированные мастера отремонтируют замки всех систем без повреждения квартир.Наш сайт: http://www.vskritieremont.ru/
[url=http://www.vskritieremont.ru]вскрыть дверь[/url]

-------------------------------------------
http://www.quickregister.net/sitevalue/vskritieremont.ru
http://vzlomremont.ru